গত কয়েকদিন যাবত এই পোস্ট অনেকের টাইমলাইনে দেখলাম। সবাই ভাঙাচোরা মানুষ খুঁজছে। আমাদের চারপাশে এমন অনেক ভাঙাচোরা মানুষ আছে। যাদের খুব নির্মমভাবে শেষ করেছে এই সমাজ, পরিবার অথবা খুব আপন ভালোবাসার মানুষ। অথচ তারও কিছু স্বপ্ন ছিল, কিছু পাওয়ার আশা ছিল পরিবার আর ভালোবাসার মানুষের কাছে। সমাজের কথা বাদই দিলাম কারণ এই সমাজ অসুস্থ সমাজ।
ভাঙাচোরা মানুষ পাওয়ার পর আপনি মানুষটার মনে জায়গা করে নিলেন ঠিকই। তাকে বাঁচার আশা দেখালেন আবার। কিন্তু দিনশেষে আবার পরিবারের, সমাজের অজুহাত দেখিয়ে চলে যাবেন। আজকালকার দিনে ভালোবাসার জন্য মানুষ স্যাক্রিফাইস করে না। বাকি সবকিছুর জন্য ভালোবাসা স্যাক্রিফাইস করে দেয়। অথচ এই যে ভাঙাচোরা মানুষটা আগে হয়তো মুমূর্ষু অবস্থায় ছিল। এখন পুরোপুরিই শেষ।
ভালোবাসুন যদি ভালোবাসা সারাজীবন ধরে রাখার মত সাহসী হতে পারেন। নয়তো নিজের মতই থাকুন।
6
$
@faruk420
posted
4 years ago
Good article