কষ্ট ছাড়া এই জীবনে কিছুই অর্জিত হয় না। বস্তুত বাধা-বিঘ্ন না থাকলে জীবন হয়ে পড়তো নিরানন্দ। খেলায় যদি প্রতিযোগিতা না থাকে আর তার ফলাফল পূর্বনির্ধারিত হয়, তবে সে খেলা তার মজা হারিয়ে ফেলে। খেলায় শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা তীব্র হলে বিজয়ী এবং বিজিত উভয়েই তা দারুণ উপভোগ করে।
5
$
@Mdsaruarhoaaen
posted
4 years ago
Good think