বাতাসে ভাঙিয়া পড় বাতাসের ভরে দলগুলি নড়নড়। ফুলের ভার যে পাহাড় বহিতে নারে দখিনা বাতাস নড়ে উঠে বারে বারে। ফুলের ভারে যে ধরণী দুলিয়া ওঠে, ভোমর পাখার আঘাতে মাটিতে লোটে। সেই ফুল তুমি কেমনে বহিবে তারে, ফুল তো কখনো ফুলেরে বহিতে নারে।

2
$
User's avatar
@Ahmed12345 posted 4 years ago

Comments