ভেঙে গেছে আজ সব বাঁধ
চৈত্রের যত খরা,
দুচোখে জমিছে অঝর আঁধার
শ্রাবণের বারি ধারা,
কত বেক্ষণের জমা মধুক্ষণ
ভাসিয়া আসিছে বানে,
তোমাতে হারানো সেই সুখ বাজে
বৃষ্টির গানে গানে।
চোখেরে বলেছি গর্জিছো কেনো
কেনো এতো চাই চাই
যাহারে দুপায়ে ঠেলিয়াছ দূরে
কোথা দিবে তার ঠাঁই
হৃদয়ের রুষ্ট করাঘাতে কেনো
চমকিছি বারে বারে ?
কেনো মনে হয়
তোমারে ছারা যে চলিছে না আর
শুধু তোমাকেই মনে পরে
ভেঙে গেছে আজ সব বাঁধ চৈত্রের যত খরা, দুচোখে জমিছে অঝর আঁধার শ্রাবণের বারি ধারা, কত বেক্ষণের জমা মধুক্ষণ ভাসিয়া আসিছে বানে, তোমাতে হারানো সেই সুখ বাজে বৃষ্টির গানে গানে। চোখেরে বলেছি গর্জিছো কেনো কেনো এতো চাই চাই যাহারে দুপায়ে ঠেলিয়াছ দূরে কোথা দিবে তার ঠাঁই হৃদয়ের রুষ্ট করাঘাতে কেনো চমকিছি বারে বারে ? কেনো মনে হয় তোমারে ছারা যে চলিছে না আর শুধু তোমাকেই মনে পরে