এ-কোন মৃত্যু ? কেউ কি দেখেছে মৃত্যু এমন, শিয়রে যাহার ওঠেনা কান্না, ঝরেনা অশ্রু ? হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং এ-কোন মৃত্যু ? কেউ কি দেখেছে মৃত্যু এমন, বিরহে যেখানে নেই হাহাকার ? কেবল সেতার হয় প্রপাতের মোহনীয় ধারা, অনেক কথার পদাতিক ঋতু কলমেরে দেয় কবিতার কাল ? ইটের মিনার ভেঙেছে ভাঙুক । একটি মিনার গড়েছি আমরা চারকোটি কারিগর বেহালার সুরে, রাঙা হৃদয়ের বর্ণলেখায় । পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন, যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায়, তোমাদের নাম । তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে শুধু এক শপথের ভাস্কর ।

5
$
User's avatar
@Ahmed12345 posted 4 years ago

Comments