যোগ্যতা এমন একটা জিনিস, যেটা কেউ বংশ বা জন্মগতভাবে পায় না।মানুষকে তা অর্জন করতে হয়।সবাই জন্মগতভাবে সমান প্রতিভাবান,মেধাবী হন না।একজন মানুষ যতই মেধাবী, প্রতিভাবান হন না কেন, নিজের প্রতিভাবকে, মেধাকে যদি কাজে না লাগায়, অলসায় নষ্ট করে দেন তবে সেটারই বা কি মূল্য?অন্যদিকে একজন মানুষ যে মেধাবী নন কিন্ত সে খুবই পরিশ্রমী।সে নিজের চেষ্টায় নিজের destiny ঠিকই change করবেন একদিন।সুতরাং কে কি ভাবছে, কে কি বলছেন সেটা নিয়ে ভাবতে হবে না।নিজের পায়ের মাটি আজ না হয় নরম, একদিন শক্ত হবে ঠিকই।আমি ব্যথতা হব বলে কোন কাজ করতে কখনও ভয়,লজ্জা বা সংকোচবোধ করি নি।কেননা আমি বিশ্বাস করি এই ব্যথতাই সাফল্যের সিঁড়ি।ব্যথতা আছে বলেই আমরা বুঝতে পারি আমাদের দূর্বলতাগুলা কোথায়?আর সেটাই আমাদের সাফল্য অর্জন করতে সাহায্য করে। Be positive, পরিশ্রম করতে থাক, সাফল্য আসবেই।সেদিন তোমাকে কাউকে কোন জবাবদিহিতা করতে হবে না।তোমার যোগ্যতা সবার সব প্রশ্নের জবার দিবে।বন্ধ হবে সবার মুখ।
9
$
@Pami01
posted
4 years ago
কথা সত্য।।।যোগ্যতা আসলেই খুব কঠিন একটা জিনিস।।