Collectes
"বাস্তব কিছু কথা"
ফ্যামিলি প্রবলেম মেয়েদেরও হয়!আমাদের ও শুনতে হয় কিছু কথা এবং কথায় কথায় হুমকি যে বিয়ে দিয়ে দেব, এত পড়াই কি লাভ টাকা নষ্ট।তখন আমাদের ভিতরটাও দুমড়ে মুচড়ে যায়।রাতের পর রাত অজানা ভয় নিয়ে আমাদের থাকতে হয় এই না বিয়ে দিয়ে দেয় এই না পড়াশোনা বন্ধ করে দেয়।
আমরা পারি না ছেলেদের মত রাগ দেখিয়ে বাড়ি থেকে চলে যেতে কারন আমাদের যে আর থাকার জায়গা নেই।হাজারও বেশি কথা শুনে আমাদের সেই জায়গাতে থাকতে হয়।দরজা বন্ধ করে কাদতে হয় বালিশ ভিজে যায় কিন্তুু কাউকে দেখানো যায় না কান্না কারন দেখালে বলবে নেকা কান্না বন্ধ কর।
আমরা চাইলেই পারি না ছেলেদের মত যখন তখন বন্ধুদের সাথে আড্ডা দিতে। মা আমি একটু ফ্রেন্ডদের সাথে ঘুরতে যায় তখন উওর আসে তুমি বড় হয়ে গেছ যাওয়া লাগবে না লোকে খারাপ বলবে।ইচ্ছা থাকলেও যাওয়া যায় না। আমাদের প্রতিটা কাজ করার আগে ভাবতে হয় পরিবার কি বলবে সমাজ কি বলবে কারন আমরা মেয়ে।
ভালোবাসার মানুষের দেওয়া অবহেলা, তার দেওয়া কষ্ট,তাকে সব বুঝাতে না পারার কষ্ট আমাদেরও থাকে। আমরা পারি না ছেলেদের মত সিগারেট মদ খেয়ে দেবদাস হয়ে ঘুরতে।ভালোবাসার মানুষের অবহেলা তার দেওয়া কষ্ট সহ্য করে অন্যকে বিয়ে করে নিতে হয় চাইলেও ছেলেদের মত একা বাঁচা যায় না। কারন লোকে কি বলবে পরিবার কি বলবে আমাদের ভাবতে হয় কারন আমরা যে মেয়ে।
Collectes "বাস্তব কিছু কথা"
ফ্যামিলি প্রবলেম মেয়েদেরও হয়!আমাদের ও শুনতে হয় কিছু কথা এবং কথায় কথায় হুমকি যে বিয়ে দিয়ে দেব, এত পড়াই কি লাভ টাকা নষ্ট।তখন আমাদের ভিতরটাও দুমড়ে মুচড়ে যায়।রাতের পর রাত অজানা ভয় নিয়ে আমাদের থাকতে হয় এই না বিয়ে দিয়ে দেয় এই না পড়াশোনা বন্ধ করে দেয়।
আমরা পারি না ছেলেদের মত রাগ দেখিয়ে বাড়ি থেকে চলে যেতে কারন আমাদের যে আর থাকার জায়গা নেই।হাজারও বেশি কথা শুনে আমাদের সেই জায়গাতে থাকতে হয়।দরজা বন্ধ করে কাদতে হয় বালিশ ভিজে যায় কিন্তুু কাউকে দেখানো যায় না কান্না কারন দেখালে বলবে নেকা কান্না বন্ধ কর।
আমরা চাইলেই পারি না ছেলেদের মত যখন তখন বন্ধুদের সাথে আড্ডা দিতে। মা আমি একটু ফ্রেন্ডদের সাথে ঘুরতে যায় তখন উওর আসে তুমি বড় হয়ে গেছ যাওয়া লাগবে না লোকে খারাপ বলবে।ইচ্ছা থাকলেও যাওয়া যায় না। আমাদের প্রতিটা কাজ করার আগে ভাবতে হয় পরিবার কি বলবে সমাজ কি বলবে কারন আমরা মেয়ে।
ভালোবাসার মানুষের দেওয়া অবহেলা, তার দেওয়া কষ্ট,তাকে সব বুঝাতে না পারার কষ্ট আমাদেরও থাকে। আমরা পারি না ছেলেদের মত সিগারেট মদ খেয়ে দেবদাস হয়ে ঘুরতে।ভালোবাসার মানুষের অবহেলা তার দেওয়া কষ্ট সহ্য করে অন্যকে বিয়ে করে নিতে হয় চাইলেও ছেলেদের মত একা বাঁচা যায় না। কারন লোকে কি বলবে পরিবার কি বলবে আমাদের ভাবতে হয় কারন আমরা যে মেয়ে।