দুপুরের রবি পড়িয়াছে ধলে অস্ত- পথের কোলে শ্রাবনের মেঘ ছুটে এল দলে দলে উদাস গগন-তলে বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে। তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে না কি, তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? আজ বাংলার নাড়িতে নাড়িতে বেদনা উঠেছে জাগি’; কাঁদিছে সাগর নদী অরন্য, হে কবি, তোমার লাগি’।
4
$
@Ahmed12345
posted
4 years ago
Bhhh onk vlo hoice...back plzzzzzzzzz😇