এক ভদ্রলোককে চিনতাম, বেক্সিমকোতে চাকরি করতেন, আইবিএ-তে এমবিএ। একদিন ইফতারের পরে সলাতের জন্য ডাকলে বললেন, আমি নামায পড়ি না - যা চেয়েছি তা পাই না।
আল্লাহ আযযা ওয়া জাল্লা মানুষের যতগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন কুরআনে, তার একটি অকৃতজ্ঞতা।
ধরেন, একজন লোকের টাকা পয়সা নাই - সে বলবে, আল্লাহ আমাকে টাকা-পয়সা কেন দিলা না?
অথচ এই লোক কখনও একজন অন্ধের পাশ দিয়ে হাঁটার সময় বলবে না, আল্লাহ, এই লোকটা অন্ধ, আমাকে কেন অন্ধ করলা না? আমার ক্লাস নাইনের ছাত্রীদের একটা অংক করতে দিয়েছিলাম, আপনারাও করে দেখেন।
আমরা গড়ে প্রতি মিনিটে ৮ লিটারের মতো বাতাস নিই ফুসফুসে। প্রতি দিন কত লিটার বাতাস নিই? বাতাসের ২০% অক্সিজেন হলে কত লিটার অক্সিজেন নিই? প্রতি লিটার অক্সিজেনের দাম ১০ টাকা হলে কত টাকার অক্সিজেন খরচ করি আমরা প্রতিদিন?
2
$
@Montasin11
posted
4 years ago
আলহামদুলিল্লাহ! খুবই চমৎকার একটা আর্টিকেল । আল্লাহ সময় থাকতে সবাইকে বুঝার তৌফিকদিন, সবাই কে হেদায়েত করুণ। আমিন