সংকল্প কাজী নজরুল ইসলাম
থাকবো নাকো বদ্ধ ঘরে ,
দেখব এবার জগৎটাকে।
কেমন করে ঘুরছে মানুষ ,
যুগান্তরের ঘূর্ণিপাকে ।
দেশ হতে দেশ দেশান্তরে,
ছুটছে তারা কেমন করে।
কিসের নেশায় কেমন করে,
মরছে যে বীর লাখে লাখে ।
কিসের আশা করছে তারা ,
বরণ মরণ যন্ত্রণাকে ।
----ছোটবেলার কবিতা
সংকল্প কাজী নজরুল ইসলাম থাকবো নাকো বদ্ধ ঘরে , দেখব এবার জগৎটাকে। কেমন করে ঘুরছে মানুষ , যুগান্তরের ঘূর্ণিপাকে । দেশ হতে দেশ দেশান্তরে, ছুটছে তারা কেমন করে। কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে । কিসের আশা করছে তারা , বরণ মরণ যন্ত্রণাকে । ----ছোটবেলার কবিতা