• বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো তখন গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখলাম কাকভেজা হয়ে এক বৃদ্ধ ভ্যানওয়ালা এগিয়ে আসলো আমার দিকে বললো 'মা যাবেন? আমি বললাম কাকা অনেক বৃষ্টি পরছে কি করে ভ্যানে যাবো ছাতা থাকলেও ভিজে যাবো''। বৃদ্ধ লোকটা মন খারাপ করে বললো "ঠিকি কইছেন মা,আম্নেরা ত অন্য গাড়িতেও যাইতে পারবেন কিন্তু আমাগো ত আর অন্য রাস্তা নাই পেডে ভাত দেয়ার লাইগা ভিজা-পুইরাও গাড়ি চালান লাগবো"। তার কথাগুলো শুনে মনটা কেমন করে উঠলো ভাবলাম একদিন না হয় বৃষ্টিতে ভিজেই গেলাম তার বিনিময়ে যদি কেউ উপকৃত হয় ক্ষতি কি! তাই তার গাড়িতে ঊঠে পরলাম তখনো অঝরে বৃষ্টি পরছে। গাড়ি চালাতে শুরু করলেন তিনি.. প্রচন্ড বৃষ্টি হওয়ায় চোখে-মুখে তার পানি আটিকে যাচ্ছিলো কতক্ষন হাত দিয়ে মুখের পানি গুলো মুছছিলেন আর গাড়ি চালাচ্ছিলেন দেখেই বুঝা যাচ্ছিল বৃদ্ধ মানুষ খুবই কষ্ট হচ্ছে। আমি আমার গন্তব্যস্থলে এসে নামলাম, বৃদ্ধ লোকটার হাতে নির্ধারিত ভাড়া ১৫টাকা তুলে দিচ্ছিলাম কিন্তু মন সায় দিচ্ছিলো না বার বার মনে হচ্ছিলো এই প্রচন্ড বর্ষায় নিজের জীবনের তোয়াক্কা না করে বেরিয়েছেন হয়তো দু'মুঠো ভাতের জন্যই,, হয়তো তার সন্তান গুলো না খেয়ে আছে অপেক্ষায় আছে বাবা খাবার নিয়ে আসবে সেই অপেক্ষায়। আমার দেয়া এই সামান্য (১৫/-) ভাড়া দিয়ে তার কিছুই হবেনা,আর হয়তো এই বর্ষায় কেউ তার ভ্যানে ঊঠবেওনা! তাই বার বার মনে হচ্ছিলো কিছু টাকা বাড়িয়ে দেই...

🔸কিন্তু পরক্ষনেই মনে হলো, আমি কি করে এই লোকটাকে সাহায্য করবো আমি নিজেই ত ১০টাকা বাচানোর জন্য ১ঘন্টা হেটে ক্লাসে যাই...আমার কাছে ত অতিরিক্ত একটা টাকাও নেই তাকে সাহায্য করার মত!! নিজের অজান্তেই চোখ বেয়ে জল গড়িয়ে পরলো। বৃদ্ধ লোকটার হাতে নির্ধারিত ভাড়াটা দিয়েই চলে আসলাম🙂💔।

  • সেদিন প্রখর রোদে ক্লাস থেকে তাড়াহুড়ো করে ফিরছিলাম হঠাৎ এক বৃদ্ধ ভিখারিনী আমার পথ আটকে দাড়ালো। আমি ৫টাকা বের করে তাকে দিতে যাচ্ছিলাম তখনই মহিলাটি বলে ঊঠলো মা গো ক্ষিদা লাগছে খুব ২দিন ধইরা খাইনা কিছু খাওয়াইবা? তার মুখ থেকে এটা শুনে কলিজায় লাগলো ইচ্ছে করছিলো কোনো ভালো রেস্টুরেন্টে এ নিয়ে গিয়ে ইনি যা খেতে চান তাই খাওয়াই।কিন্তু হায়রে! কি করে করবো এটা,, অতিরিক্ত টাকা না থাকায় আমি নিজেই যে সকাল থেকে না খাওয়া! 🙂💔 বুকটা দুমড়ে মুচড়ে উঠলো চোখের জল গড়িয়ে পরলো একা একাই। বৃদ্ধা দেখে বললো একি মা কাদঁছো কেনো? 'মাফ করে দিয়েন মা' এই বলে আমি চলে আসলাম।

  • সারাদিন তাড়া করে বেড়ায় আমাকে এই অসহায় মানুষের হাত ফিরিয়ে দেয়ার কষ্টগুলো।

  • খুব ইচ্ছে একদিন অনেক বড়লোক হবো, অনেক টাকাপয়সার মালিক হবো। বড়লোকি দেখানোর জন্য নয়, এই গরিব,অসহায়, এতীমদের জন্য কিছু করার উদ্দেশ্যে।❤️

1
$
User's avatar
@Simul152 posted 4 years ago

Comments