তুমি কোন কাননের ফুল ,
কোন গগনের তারা ।
তোমায় কোথায় দেখেছি,
যেন কোন সকালের মায়া।
তুমি কোন কাননের ফুল ,
কোন গগনের তারা ।
তুমি কথা কইও না
তুমি চেয়ে চলে যাও ।
এ চাদের আলোতে ,
তুমি হেসে ঢলে যাও।।
কবে তুমি গেয়েছিলে,
আঁখি পানে চেয়েছিলে ভুলে গেছি,
শুধু মনের মধ্যে
জেগে আছে ওই নয়নের তারা।
তুমি কোন কাননের ফুল ,
কোন গগনের তারা ।
তুমি কোন কাননের ফুল , কোন গগনের তারা । তোমায় কোথায় দেখেছি, যেন কোন সকালের মায়া। তুমি কোন কাননের ফুল , কোন গগনের তারা । তুমি কথা কইও না তুমি চেয়ে চলে যাও । এ চাদের আলোতে , তুমি হেসে ঢলে যাও।। কবে তুমি গেয়েছিলে, আঁখি পানে চেয়েছিলে ভুলে গেছি, শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কাননের ফুল , কোন গগনের তারা ।