" খুব ইচ্ছে করে"।
নীল আকাশ, খুব ইচ্ছে করে,
একটু তোমায় ছুঁয়ে দেখতে।
ইচ্ছে করে ঐ দূর দিগ্বলয়ের একটা তারা হতে।
বড় সাধ জাগে উপর থেকে
পৃথিবীর দিকে তাকিয়ে থাকতে।
নদী কেমন করে সাগরে মিশে গিয়ে,
দেখতাম চেয়ে চেয়ে।
দেখতাম বসে বসে,
ম্যানাকিন পাখি কেমন করে সুর বাজিয়ে
আকর্ষণ জাগিয়ে তার সঙ্গীকে কাছে ডাকে।
আমাজন নদীর উৎস রহস্যটা খুঁজে বলতাম সবাইকে
ইচ্ছে করে তোমার নীলিমায় অভিমানী তাকে নিয়ে,
আফ্রোদিতিকে দেওয়া অ্যাডোনিসের দীর্ঘ চুম্বনের মতো
ভালোবাসাময় মিষ্টি কিছু কবিতা লিখতে।
নীল আকাশ, তুমি যদি জানতে
আরো কত কী ইচ্ছে জাগে------
" খুব ইচ্ছে করে"।
নীল আকাশ, খুব ইচ্ছে করে, একটু তোমায় ছুঁয়ে দেখতে। ইচ্ছে করে ঐ দূর দিগ্বলয়ের একটা তারা হতে। বড় সাধ জাগে উপর থেকে পৃথিবীর দিকে তাকিয়ে থাকতে। নদী কেমন করে সাগরে মিশে গিয়ে, দেখতাম চেয়ে চেয়ে। দেখতাম বসে বসে, ম্যানাকিন পাখি কেমন করে সুর বাজিয়ে আকর্ষণ জাগিয়ে তার সঙ্গীকে কাছে ডাকে। আমাজন নদীর উৎস রহস্যটা খুঁজে বলতাম সবাইকে
ইচ্ছে করে তোমার নীলিমায় অভিমানী তাকে নিয়ে, আফ্রোদিতিকে দেওয়া অ্যাডোনিসের দীর্ঘ চুম্বনের মতো ভালোবাসাময় মিষ্টি কিছু কবিতা লিখতে। নীল আকাশ, তুমি যদি জানতে আরো কত কী ইচ্ছে জাগে------