নদী নারী নাকি পুরুষ? আর যদি নদীর নাম হয় জাদুকাটা, তাহলে, নিঃসন্দেহে নারী। কেননা নারীর মতো জাদু আর কার আছে, আর কে বা পারে অমন মায়ার বাঁধনে বাঁধতে? নদীর মায়া কতটা গভীর তা নদীর কাছে গেলেই কেবল অনুভব করা যায়। সেই মায়াবিনীর খোঁজে আমি প্রতিবারই যায়। সুনামগঞ্জ জেলা শহর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে জাদুকাটা নদী। জাদুকাটা নদীর স্বচ্ছ নীল জল এতটাই স্বচ্ছ যে, নদীর তীর থেকেই তলদেশ দেখতে পাবেন। পাশেই ভারতের মেঘালয় পাহাড়। পাহাড়ের উঁচু টিলায় দাঁড়িয়ে জাদুকাটার অপরূপ সৌন্দর্য্য উপভোগ করা যেন আকাশপথে পৃথিবী দর্শন। "আহা" সৃষ্টিকর্তার সুন্দর সৃষ্টি।

1
$
User's avatar
@Buri222 posted 4 years ago

Comments