এই শহরে রোজ হয়ে যায় ছন্দপতন এই শহরে মানুষগুলোও চোখ বুজে রয় মৃতের মতন। এই শহরে বন্দী মানুষ,গল্প বানায় হা হুতাশে সেই কথা তার কেউ শোনেনা,কান্না চাপে জোর বাতাসে। এই শহরে রোজ কে মানুষ স্বপ্ন নিয়ে রাস্তা ঘুরে সুখগুলো সব দেয় বিলিয়ে দুঃখগুলো মুঠোয় পুরে। এই শহরে কান্নারা সব নির্জনতায় গর্জে ওঠে ওই তখনও কার যেন আজ খুশির রঙিন বাজি ফুটে। এইযে শহর এসব খবর বুনছে দিবারাত্রি জুড়ে সেই খবরও লিখছে কেউ পাতায় পাতায় কলম ফুঁড়ে। এই শহরের দেয়াল লিখন লিখছে এমন হাজার কবি কেউ দেখেনি তার জীবনের আবছা আলো-ছায়ার ছবি।

মিথ্যে-শহর

✍সরওয়ার

2
$
User's avatar
@sarwar posted 4 years ago

Comments

very nice. I am your big fan. Is you write this?

$ 0.00
4 years ago

tnQ so much

$ 0.00
4 years ago