আপনার ধনী বন্ধু বা আত্মীয় দিনশেষে তারমতো ধনী কারো সাথেই যোগাযোগ বেশি রাখবে, বাসায় দাওয়াত দেবে বা উইকেন্ড এ বেড়াতে যাবে। আপনার ভালো চাকরি করা স্কুল জীবনের জানের বন্ধুটাও ঘুরে ফিরে মোটা মাইনের চাকরি করা বন্ধুর সাথে বেশি বেশি উঠা বসা করবে আর সরকারী চাকরি করা বন্ধুটার কথায় একটু বেশি পক্ষপাত দেখাবে।
খুব খারাপ লাগলেও অমোঘ সত্যি কথা হলো প্রাণের সম্পর্ক গুলো ধীরে ধীরে টাকার সম্পর্ক হয়ে যায়। অভিমান করে লাভ নেই।অধিকাংশ মানুষ তার চেয়ে আরেকটু সফল কারো আসে পাশে থাকতেই বেশি সাচ্ছন্দ বোধ করে। তারপরও কিছু মানুষ থাকেই যারা টাকার সম্পর্কের চেয়ে প্রাণের সম্পর্কগুলোকে আগলে রাখতে চায়, আগলে রাখে । এদেরকে অনেকেই বোকা বলে, তবে এই বোকা মানুষদের জন্যেই সম্পর্কগুলো উষ্ণ থাকে। আরও উষ্ণতা প্রয়োজন।
Comments
thankx
একদম টিক কথা
টাকা না থাকলে অনেক চকচকে নিখুঁত সম্পর্ক ও নিস্তেজ হয়ে যায়......
হয় তু বা
হম ভাই দোয়া কর, আমাদের কারো এই রকম না হয় মতো,
আল্লাহ সবাইকে রহমত করুক। আমিন
আমিন
তুমি সম্পূর্ণ সত্যি বলেছো প্রিয়। আজ আপনাদের সমাজের মানুষ হয়ে উঠেছে লোভ এর শিকার। আমাদের সমাজের মানুষ লোভ এর লাভের জন্যই আজ আমাদের সমাজ ধ্বংসের পথে। সুতরাং আমাদের সবাইকে এসব পরিহার করতে হবে।
ধন্যবাদ ভাই পাশে থাকবেন সব সময়
amaging Artical