কিছুদিন পর আমার বিয়ে।কিছুদিনের জন্যে আপতত ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা ছিলাম।ছ্যাঁকা খাওয়ার কারনে হুব বরকে দেখার সুযোগ হয়ে উঠে নি।এর মধ্যে আমি ভাবলাম এক্সকে একটু শায়েস্তা করা যাক।তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এক্সকে একটা কল দিলাম।রিয়াজ মানে এক্স কল রিসিভ করে ওপাশ থেকে বলতে শুরু করলো,,,, হ্যালো ফারহানা।এতদিন পর কী মনে করে কল দিয়েছ।(রিয়াজ) জানো রিয়াজ আমার না বিয়ে ঠিক হয়ে গেছে(একটু কান্না-কাটির ভান করে)তাই তোমার সাথে একটু দেখা করতে চাই।(আমি) আমারও বিয়ে ঠিক হয়ে গেছে।আচ্ছা ফারহানা তুমি যেহেতু চাইতেছ তাহলে আমরা আজ বিকেলে পার্কে দেখা করবো।(রিয়াজ) আচ্ছা ঠিক আছে।(আমি)

বিকেলে আমি গিয়ে দেখি পার্কে এক্স আগে থেকে ই হাজির।এক্সের সাথে কিছুক্ষণ কথা বলার পর যখন এক্স বিদায় নিতে যাচ্ছিলো তখন আমি বললাম রিয়াজ দুই মিনিট দাঁড়াও প্লীজ।রিয়াজ বললো কেনো?আমি বললাম তোমার জন্যে একটা গিফট নিয়ে এসেছি।তুমি চোখ বন্ধ করে আমার হাত দুটো ধরো।রিয়াজও তাই করলো।এই সুযোগে আমিও হেল্প হেল্প বলে চিৎকার করতে শুরু করলাম।সাথে সাথে অনেক লোক জড়ো হয়ে গেলো।আর তারা সবাই রিয়াজকে দিলো উরাধুরা মাইর।এই সুযোগে আমি কোনোমতে পালিয়ে বাড়ি আসলাম। আজ আমার বিয়ে তাই সকাল থেকে অনেক সাজুগুজু করলাম।অবশেষে আমার বিয়ের স্বপ্নটা পূরণ হলো।হঠাৎ সবাই বর এসেছে বলে চিল্লা-পাল্লা শুরু করলো।আর একটুপর আমাকে ও বরের কাছে নিয়ে যাওয়া হলো।আমি একটু লজ্জা পাওয়ার ভান করে সামনের দিকে তাকিয়ে দেখি রিয়াজ মানে এক্স বর বেশে বসে আছে।আর আমাকে দেখে বললো সেইদিন তো আমাকে মাইর খাইয়েছিলি।আজ দেখি তোকে কে বাঁচায়।এই বলে আমাকে দিল দৌড়ানি।এখন আমি আপতত লেহেঙ্গা উঠিয়ে দৌড়াচ্ছি।আপনারা সবাই আমার জন্যে দোয়া করবেন এইবারের মতো যেন হামাগুড়ি দিয়ে বেঁচে যাই।

ছোট গল্প

1
$
User's avatar
@jabed526 posted 3 years ago

Comments