যৌবনে পা দিছো,,রোজগার করার ক্ষমতা নাই,,বাপের হোটেলে খেয়ে রাজার মত অাদেশ করো,,অথচ চিন্তা করো না,,তোমার অাদেশ পূরন করতে তোমার পরিবারের কতটা হিমশিম খায়,,কতটা ত্যাগ স্বিকার করে,,কতটা পরিশ্রম করে,,

একটা বাইক ছাড়া তোমার জীবন অচল,,মেয়ে পটেনা,,এলাকায় ভাব বারেনা,,ফুটানি করে চলার জন্যও বাইক চাই,,শুরু হয় বাপ মাকে প্রেসার,,বাইক তার লাগবেই,,

একটা বাইক কিনতে এক দুই কিংবা তিন লাখের চেয়েও বেশি খরচ যায়,,তার পরে গতিবেগ কিলোমিটারে তেল,,একটা বাইক পালা যত খরচ ব্যয় হয়,,তার চেয়ে অনেক কম টাকা দিয়ে একটা বউ পালা যায়,,

বাইক কিনে সময় নষ্ট করছো অাড্ডা দিয়ে,,টাকা নষ্ট করছো বাইক দিয়ে,,অথচ তুমি চিন্তা করো না,,একটা বাইক তোমার সফলতা এনে দিতে পারবেনা,,একটা বাইক তোমার অন্ন জোগাবেনা,,

যে টাকা দিয়ে বাইক কিনছো,,সে টাকা দিয়ে বিজনেস শুরু করলেও তুমি সফলতার মুখ দেখবে,,অাচ্ছা তোমাদের কি ধারনা??? একজন সফল ছেলে রেখে একজন বাইকওলার হাতে পিতা মাথা তার মেয়েকে তুলে দিবে??

অাগে শখ নয় অবস্হান তৈরি করো,,শখ পূরন করতে পারবে অবস্হান দিয়ে,,

অবস্হান অাগে তৈরি করো,,একদিন দুই তিনটা বাইক কিনা এমনেইতেই সহজ হয়ে যাবে তোমার,,

অাগে অবস্হান তৈরি করো,,পরে প্রেমিকা,,অবস্হান ছাড়া প্রেমিকা থাকবেনা,,

অাগে ঘর বানাও,,তারপরে বিয়ে করো,,কারন ঘর ছাড়া বউ রাখবে কোথায়???

একটা বাইক তোমাকে সুন্দর পরিবেশ দিবেনা,,কিন্তু সঠিক সময়ের সঠিক পরিশ্রম সঠিক সিদ্ধান্তই তোমাকে একটি সুন্দর পরিবেশ দিবে,,

3
$
User's avatar
@Naima posted 4 years ago

Comments

সহমত পরিশ্রম সৌভাগ্যের মূল কাটি আমরা যত কঠোর পরিশ্রম করব তত সাফল্যের দিকে এগিয়ে যাব।

$ 0.00
4 years ago