নারীবাদী মানেই কী
পুরুষের অসম্মান করে কথা, ডিভোর্স নেওয়া, একা থাকা, চাকরী করা, সিংগেল মাদার হয়ে বাচ্চাদের মানুষ করা?
তবে আলহামদুলিল্লাহ্। আমি চাই না এমন নারীবাদী চিন্তাভাবনা।
কারণ আত্মসম্মান শ্বাসপ্রশ্বাস থেকেও মূল্যবান কিন্তু অপরকে অসম্মান করে নয়।
পুরুষ মানুষ নারীর জীবনে সুরক্ষা কবজ। যা নারীকে রক্ষা করে প্রতিটি আঘাত থেকে এবং ক্ষতবিক্ষত হয় নিজে। কখনো বাবা, কখনো ভাই কিংবা কখনো স্বামী রূপে।
নারীবাদী মানেই কী পুরুষের অসম্মান করে কথা, ডিভোর্স নেওয়া, একা থাকা, চাকরী করা, সিংগেল মাদার হয়ে বাচ্চাদের মানুষ করা?
তবে আলহামদুলিল্লাহ্। আমি চাই না এমন নারীবাদী চিন্তাভাবনা। কারণ আত্মসম্মান শ্বাসপ্রশ্বাস থেকেও মূল্যবান কিন্তু অপরকে অসম্মান করে নয়।
পুরুষ মানুষ নারীর জীবনে সুরক্ষা কবজ। যা নারীকে রক্ষা করে প্রতিটি আঘাত থেকে এবং ক্ষতবিক্ষত হয় নিজে। কখনো বাবা, কখনো ভাই কিংবা কখনো স্বামী রূপে।