মায়া,! খুব আজীব আর বড়ই অদ্ভুত এবং ভয়ঙ্কর একটা বিষয়।যে মনে একবার কারো বা কিছুর প্রতি মায়া জন্মে যায় তার আর কোন নিস্তার নেই। তার জীবনটা তার হলেও পরুক্ষভাবে এই জীবনটা কারো দাসে পরিণত হয়।

মায়া এক জাল! এই জন্যয় "মায়াজাল "শব্দটার অস্তিত্ব। মায়াজাল মাকড়সার জালের মতই আঠালো বা তার চেয়েও বেশী অনেক বেশী। একবার যার গায়ে লাগে তার থেকে রেহায় পাওয়া বড় মুশকিল হয়ে পড়ে।মাকড়সার জাল যেমন দৃষ্টিতে পড়ে না, আবছা থেকে যায় আর তাই পথিক প্রতারিত হয়ে মাকড়সার জালে জড়িয়ে যায় তেমনি মায়াজাল, অজান্তে অজান্তেই সবকিছু হয়ে যায়। মায়াজালটা মাছের জালের মতই প্যাঁচানো আর শক্ত,হয়তো আরো বেশী অনেক বেশী! মাছ যেমন একবার জালে পড়লে আর বেরুবার পথ পায় না, তেমনি মায়াজালে যে একবার প্রবেশ করে তার আর বেরুবার রাস্তা থাকে না।

কিছু মায়া থাকে তৃপ্তির, তবে কিছু মায়া হয় বিষাদময়।কিছু মানুষের মায়ায় জড়িয়ে থাকতে ইচ্ছা হয় সারাটা জীবন ভর, কিন্তু কিছু মানুষের মায়া একটা মুহূর্তের জন্য সহ্য করা সম্ভব হয় না। তবে মায়া ভালোবাসার মতই অস্পর্শনীয়, তাকে কিছু দিয়ে স্পর্শ করা যায় না, ছিন্নবিচ্ছিন্ন করা যায় না । হৃদয়ে রয়ে যায়, যন্ত্রণার বিদগ্ধ অনলে জ্বালিয়ে-পুড়িয়ে মারে।

1
$
User's avatar
@Buri222 posted 4 years ago

Comments