অতোটা হৃদয় প্রয়োজন নেই, কিছুটা শরীর কিছুটা মাংস মাধবীও চাই। এতোটা গ্রহণ এতো প্রশংসা প্রয়োজন নেই কিছুটা আঘাত অবহেলা চাই প্রত্যাখান। সাহস আমাকে প্ররোচনা দেয় জীবন কিছুটা যাতনা শেখায়, ক্ষুধা ও খরার এই অবেলায় অতোটা ফুলের প্রয়োজন নেই।

বুকে ঘৃণা নিয়ে নীলিমার কথা অনাহারে ভোগা মানুষের ব্যথা প্রয়োজন নেই, প্রয়োজন নেই- করুণাকাতর বিনীত বাহুরা ফিরে যাও ঘরে।

নষ্ট যুবক ভ্রষ্ট আঁধারে কাঁদো কিছুদিন কিছুদিন বিষে দহনে দ্বিধায় নিজেকে পোড়াও না হলে মাটির মমতা তোমাতে হবে না সুঠাম, না হলে আঁধার আরো কিছুদিন ভাসাবে তোমাকে।

অতোটা প্রেমের প্রয়োজন নেই ভাষাহীন মুখ নিরীহ জীবন প্রয়োজন নেই- প্রয়োজন নেই

কিছুটা হিংস্র বিদ্রোহ চাই কিছুটা আঘাত রক্তে কিছুটা উত্তাপ চাই, উষ্ণতা চাই চাই কিছু লাল তীব্র আগুন।

4
$
User's avatar
@Sraboni3632 posted 3 years ago

Comments

খুব ভালো লিখেছেন। পোস্ট টা মনে ধরেছে। এই লিখাটার ভেতরে অনেক কথাই লুকিয়ে আছে

$ 0.00
3 years ago

wow , interesting Article. Thank you so much that you posted it...

$ 0.00
3 years ago

অসাধারণ বলেছেন প্রিয়। আসলেই তোমার সব উক্তি গুলো আমার খুব পছন্দ। তুমি এত সুন্দর উক্তি আমাদেরকে উপহার দেয় এজন্য আমাদের মন খুশিতে ভরে যায়। তোমার জন্য রইল অফুরন্ত ভালোবাসা আমার অন্তরের অন্তরস্থল থেকে। দোয়া করি সব সময় এগিয়ে যাও। পাশে আছি সবসময় প্রিয় তোমার। আসলেই এত সুন্দর তুমি উক্তি আমাদেরকে উপহার দেয় দেখেই প্রেমে পড়ে যেতে ইচ্ছে করে।

$ 0.00
3 years ago

অসংখ্য ধন্যবাদ আপনাকে।।। প্রেমে পড়তে হবে না। পাশে থাকলেই হবে 😁😁

$ 0.00
3 years ago