আজ বেঁচে আছি কাল থাকবো কিনা গ্যারান্টি নেই, অথচ সবার মধ্যেই কত প্রতিযোগিতা। স্বার্থপরের মত কিছু মানুষ শুধু নিজের সুখের কথাই ভাবে।প্রিয় মানুষ গুলোর ভালো থাকার গুরুত্ব যাদের কাছে নেই এদের আমি মানুষ বলে মনে করি না।উপর উপর ভালো মানুষির মুখোশ পরে নিজেকে ভদ্র বলে দাবি করা কিছু ভদ্রবেশী সার্থপর আত্মকেন্দ্রীক ব্যক্তি। শোধরাবার সময় সারাজীবন থাকেনা,,,,, সময় থাকতে নিজেকে শোধন করে কাছের মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে শেখা উচিত সবারই।

ভালো থাকুক প্রিয়রা, প্রিয় মানুষেরা🙂

1
$
User's avatar
@Najmul1234 posted 3 years ago

Comments