আজকাল মস্তিষ্কে রক্ত ক্ষরন হচ্ছে,,অঙ্গ বাহু অকেজোর খাতায় নাম তুলছে,,চক্ষু আমার অন্ধের চশমা পড়েছে,,ভিতরটা জ্বলসে যাচ্ছে,,পা দুটি বাধা পড়েছে কোন শক্ত শিকলে,,
জবান হইছে নিস্তবদ্ধ,,আমি চিৎকার করি,,আমার চিৎকারের ধ্বনি কারও শ্রবণ শক্তিতে ও প্রভাব পড়ছেনা,,
আমি শুধু দেখছি সার্কাস,,নিরব সারিতে দাড়িয়ে নিরব দর্শকের ভূমিকায়,,আমার সব কিছুই সুস্হ শুধু করার ক্ষমতাটা অসুস্হ,,
আমি চুপচাপ সয়ে নিয়েছি সব,,ঠিক এতটা,,যে আমি নিজেকে মানিয়ে নিতে পারি খুব সহজে,,
আমার ভিতরটা বার বার আওয়াজ করেই বলে,,মানুষ সিনেমা দেখে অশ্রুপাত করে,,অার বাস্তবতা দেখে অট্রহাসিতে বলে কাহিনী করে,,
কিছু কিছু বই লেখা হয়,,অপ্রকাশিত থেকে যায় মনের লাইব্রেরিতে,,যে বই পড়লে মানুষ হয়তো চিৎকার করে বলতো,,এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবন এক একটা উপন্যাস,,আর আমরা সে উপন্যাসের চরিত্র মাত্র,,
দিন শেষে বলতে হয়,,আমি ভালো আছি,,আনন্দে আছি,,কারন আমাদের নিয়ে ভাবা কারও সময় নেই,,নিজেকে নিয়েই নিজেরি ভাবতে হবে,,
ভালো থাকুক দিশেহারা মানুষ গুলো,,ঠিকানা খুজেঁ পাক নিরহারা পাখি গুলো,,যাদের এই পৃথিবীতে এত বিশাল লাইব্রেরি থেকেও কোন তাকে জায়গা হয়না,,জায়গা হয় লাইব্রেরিতে থাকা ডাষ্টবিনে ছিড়া কাগজের স্হানে,,
আজকাল মস্তিষ্কে রক্ত ক্ষরন হচ্ছে,,অঙ্গ বাহু অকেজোর খাতায় নাম তুলছে,,চক্ষু আমার অন্ধের চশমা পড়েছে,,ভিতরটা জ্বলসে যাচ্ছে,,পা দুটি বাধা পড়েছে কোন শক্ত শিকলে,,
জবান হইছে নিস্তবদ্ধ,,আমি চিৎকার করি,,আমার চিৎকারের ধ্বনি কারও শ্রবণ শক্তিতে ও প্রভাব পড়ছেনা,,
আমি শুধু দেখছি সার্কাস,,নিরব সারিতে দাড়িয়ে নিরব দর্শকের ভূমিকায়,,আমার সব কিছুই সুস্হ শুধু করার ক্ষমতাটা অসুস্হ,,
আমি চুপচাপ সয়ে নিয়েছি সব,,ঠিক এতটা,,যে আমি নিজেকে মানিয়ে নিতে পারি খুব সহজে,,
আমার ভিতরটা বার বার আওয়াজ করেই বলে,,মানুষ সিনেমা দেখে অশ্রুপাত করে,,অার বাস্তবতা দেখে অট্রহাসিতে বলে কাহিনী করে,,
কিছু কিছু বই লেখা হয়,,অপ্রকাশিত থেকে যায় মনের লাইব্রেরিতে,,যে বই পড়লে মানুষ হয়তো চিৎকার করে বলতো,,এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবন এক একটা উপন্যাস,,আর আমরা সে উপন্যাসের চরিত্র মাত্র,,
দিন শেষে বলতে হয়,,আমি ভালো আছি,,আনন্দে আছি,,কারন আমাদের নিয়ে ভাবা কারও সময় নেই,,নিজেকে নিয়েই নিজেরি ভাবতে হবে,,
ভালো থাকুক দিশেহারা মানুষ গুলো,,ঠিকানা খুজেঁ পাক নিরহারা পাখি গুলো,,যাদের এই পৃথিবীতে এত বিশাল লাইব্রেরি থেকেও কোন তাকে জায়গা হয়না,,জায়গা হয় লাইব্রেরিতে থাকা ডাষ্টবিনে ছিড়া কাগজের স্হানে,,