জাপানে "সি অফ ট্রি" নামে একটি বন আছে। যেখানে কিছুদূর হাঁটলেই দেখতে পাবেন গাছ গুলোর ডালে মানুষের কঙ্কাল ঝুলছে! প্রতি বছর এখানে প্রচুর মানুষ সুইসাইড করতে আসে। কেউ কেউ অনেক দূর দেশ থেকে টাকা খরচ করে মরতে আসে। মানুষ নিরিবিলিতে মারা যেতে পছন্দ করে। মৃত্যুর জন্য এই জায়গাটি বেছে নেয় কেন জানেন ? যেন কেউ কখনো খুঁজে না পায়... মানুষ বড় অভিমানী প্রাণী। মনোবিজ্ঞানীরা এখন বলছে প্রতিটি সুইসাইডের রক্তে তিনটি element মিশে থাকে... ১-অভিমান ২-হতাশা ৩-আত্মবিশ্বাসের অভাব... কিছু উন্নত দেশে প্রতি ঘণ্টায় ১১ জনের বেশি সুইসাইড করছে।উদাহরনস্বরুপ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত।এত অভিমানী মানুষ....? এই ব্যাপার গুলো কেন ঘটে..... ? মানুষ সাধারণত একটি বিশেষ ঘটনায় সুইসাইড করে না। এই রোগটি সে তার ভেতরে অনেক দিন থেকে লালন করে। মানুষের অনুভূতি অনেক বেশি.... প্রতিটি মানুষ একজন লেখক,একজন গায়ক, একজন কবি,একজন নেতা... তারপরেও এই কাজটা প্রতিনিয়ত হচ্ছে। এই পৃথিবীতে আপনার উপস্থিতি অনেক বেশি প্রয়োজন। অভিমান করে চলে যাওয়ার জন্য আপনার জন্ম হয়নি। হতাশার সাথে যুদ্ধ করুন,সুন্দর জীবনটাকে হতাশার কাছে হেরে যেতে দিয়েন না। বেঁচে থাকার জন্য অন্তত একটা কারণ খুঁজুন।

1
$
User's avatar
@Buri222 posted 4 years ago

Comments