তোমার দেহে রৌদ্রতাপ, মানব ছায়ায় এসো চোখের ভেতর সমুদ্রজল, ঠোঁটে এমন কম্পন! যৌবনেপোড়া শরীরের অঞ্চল, নাকি অহংকার? আদতে অপ্রাপ্তির চিহ্ন থেকে গেছে- অতৃপ্তি প্রথম প্রেমের। জনমানবহীন পথে হাঁটতে হাঁটতে আর কতকাল- বৃক্ষের ছায়া উপেক্ষা করবে? ভীজে যায় দেহ তারপর এমন বাঁচার বঞ্চনা। যৌবনের ক্ষিপ্ত অভিলাষে উন্মাদ, দেখছি তোমায় তোমার দেহে রৌদ্রতাপ, মানব ছায়ায় এসো।
1
$
@Najmul1234
posted
4 years ago
এর সারমর্ম জানতে চাই