পুরানো সেই দিনের কথা কথা: রবীন্দ্রনাথ ঠাকুর
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।।
আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়। মোরা সুখের দুখের কথা কব প্রাণ জুড়াবে তায়।
মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায় আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়।
4
$
@Sraboni3632
posted
4 years ago
আমার পছন্দের তালিকার মধ্যে অন্যতম ভালোলাগার একটি গান৷ অনেক ভালো লাগলো৷ ধন্যবাদ আপনাকে