পুরানো সেই দিনের কথা কথা: রবীন্দ্রনাথ ঠাকুর

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।।

আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়। মোরা সুখের দুখের কথা কব প্রাণ জুড়াবে তায়।

মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়।

হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায় আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়।

4
$
User's avatar
@Sraboni3632 posted 4 years ago

Comments

আমার পছন্দের তালিকার মধ্যে অন্যতম ভালোলাগার একটি গান৷ অনেক ভালো লাগলো৷ ধন্যবাদ আপনাকে

$ 0.00
4 years ago

খুব সুন্দর করে লিখেছেন, খুবই ভালো লাগলো।

$ 0.00
4 years ago

বাহ্! রবি ভাইয়ের ভক্ত পাওয়াগেছে

$ 0.00
4 years ago

বিশ্বকবির সুন্দর একটি কবিতা

$ 0.00
4 years ago