যে আমার জীবন থেকে চলে গেছে,সে পুরো পৃথিবীর কাছে জীবিত হলেও আমার কাছে মৃত! আমি চাইলেও আর তার সাথে কথা বলতে পারবো নাহ! কেননা আমার কাছে তার আর মৃত ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই!
-আর মৃত ব্যক্তির সাথে চাইলেই তো আর কথা বলা যায়না!
-হ্যাঁ আমি তার রেখে যাওয়া স্মৃতি আকড়ে ধরে বাঁচতে চাইবো বেশ কিছুদিন কিন্তু তাকে জীবনে আর ফিরে পেতে চাইবো না!
আসলে না,আমি ভুল!
-আমি যেটাকে স্মৃতি বলছি ওটা আসলে তার মারা যাওয়া লাশ মাত্র!
যা আমি নিজে কাধেঁ নিয়ে বেরাচ্ছি।
এটাই আমার আরও একটি ভুল!
সেই লাশটি একদিন পচে আমার শরীরেও পচন সৃষ্টি করবে,বাড়িয়ে দিবে ব্যথা!
তাই এখন আমি চলে যাওয়া মানুষটির সাথে তার স্মৃতি নামক লাশটিও মাটি চাপা দিতে যাচ্ছি...
যে আমার জীবন থেকে চলে গেছে,সে পুরো পৃথিবীর কাছে জীবিত হলেও আমার কাছে মৃত! আমি চাইলেও আর তার সাথে কথা বলতে পারবো নাহ! কেননা আমার কাছে তার আর মৃত ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই! -আর মৃত ব্যক্তির সাথে চাইলেই তো আর কথা বলা যায়না!
-হ্যাঁ আমি তার রেখে যাওয়া স্মৃতি আকড়ে ধরে বাঁচতে চাইবো বেশ কিছুদিন কিন্তু তাকে জীবনে আর ফিরে পেতে চাইবো না!
আসলে না,আমি ভুল! -আমি যেটাকে স্মৃতি বলছি ওটা আসলে তার মারা যাওয়া লাশ মাত্র! যা আমি নিজে কাধেঁ নিয়ে বেরাচ্ছি। এটাই আমার আরও একটি ভুল! সেই লাশটি একদিন পচে আমার শরীরেও পচন সৃষ্টি করবে,বাড়িয়ে দিবে ব্যথা!
তাই এখন আমি চলে যাওয়া মানুষটির সাথে তার স্মৃতি নামক লাশটিও মাটি চাপা দিতে যাচ্ছি...