প্রেম বেড়েই যাবে, আর মানবতা ক্ষয়ে যাবে নীরবে, কারণ, সমাজ তো বিবাহ-কে হত্যা করেছে সরবে।

ছেলেটা থাকছে তার বাসায়, মেয়েটা তার বাসায়। দুজনে টাকা খরচ করে ডেট করছে, রেস্টুরেন্টে খাচ্ছে, একে অন্যকে গিফট কিনে দিচ্ছে...ডেট করা শেষে দুজনে আবার নিজেদের বাসায় ফিরে যাচ্ছে ! তারপর রাত জেগে ফোনে কথা বলছে ! এই যে কাজগুলা তারা করে যাচ্ছে অনবরত, এই একই কাজগুলা কি বিয়ে করে করা যায় না?? আকদ হয়ে থাকবে, মেয়েটা থাকবে বাবার বাড়িতে, স্বামীর সঙ্গে ডেট করবে, স্বামী স্ত্রী রাত জেগে কথা বলবে। এরপরে ছেলে যখন কামাই করা শুরু করবে, তখন মেয়েকে ঘরে তুলে নিবে। এমনটা হলে ফোনে কথা বলার সময় কোনো লুকোচুরির দরকার হচ্ছে না, ডেটিংয়ে গিয়ে ধরা পড়ার ভয় থাকছে না ! ছেলেটা চাইলে মেয়েটার বাসার ড্রয়িংরুমে বসে অপেক্ষা করতে পারে তাকে নিয়ে ঘুরতে যাবে বলে, মেয়েটা কোনো এক ছুটির দিনে সকালে ছেলের বাসায় হাজির হয়ে যেতে পারে তার শাশুড়ির সঙ্গে রান্না করবে বলে !! যদি আপনার উদ্দেশ্য 'টাইম পাস', 'জাস্ট ফান' এরকম না হয়, যদি চান একসাথে সংসার করতে, তাহলে যার সঙ্গে প্রেম করছেন, তাকে বিয়ে করে ফেলেন না কেন? বাপ-মা যে ভয়ে বিয়ে দিতে চায় না সেটা হচ্ছে- বিয়ে করে বৌ কে খাওয়াবে কী!! কিন্তু বাস্তবতা হল প্রেমিক কাপল যে টাকাটা ডেটিং-এ খরচ করছে, অনেক বিবাহিত দম্পতিও তাদের ঘুরাঘুরির পিছনে এর চেয়ে কম খরচ করে। তাই বাবা-মায়েরা যদি একবার সাহস করে স্রোতের বিপরীতে হেঁটে আর্লি ম্যারেজ দিয়ে দেন- তাহলে ছেলেমেয়েগুলা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, আপনাকেও তাদের গুনাহের ভাগীদার হতে হচ্ছে না ! এখন যে পর্নোগ্রাফি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, ডাস্টবিনে পড়ে থাকছে নবজাতকের লাশ- এসবের কারণ কী?? একজন মানুষের জৈবিক চাহিদা থাকবেই। ব্যাপারটা স্রোতের মতো। যখনই আপনি এতে বাঁধ দেওয়ার চেষ্টা করবেন, তখনই সে তার বিকল্প রাস্তা তৈরি করে নিবে ! হযরত আদম ( আঃ ) জান্নাতে থেকেও সুখ পান নাই, একজন সঙ্গীর জন্যে মলিন মুখে ঘুরে বেড়াতেন। আর মানুষ তো থাকে ধুলি-ধূসরিত পৃথিবীতে....তার জীবনে অনেক বেশী হার্ডশিপ, অনেক বেশী স্ট্রাগল। একটা বয়সের পরে প্রচণ্ড কাজের চাপের মধ্যে কারো ছোট্টো টেক্সটের দরকার হয়, দিন শেষে ভালোবাসার একটা স্পর্শ লাগে ! বাপ-মা বিয়ে দিচ্ছে ত্রিশের পর কিন্তু ছেলে ম্যাচিউরড হয়ে যাচ্ছে আঠারো-উনিশে ! যেহেতু সে জানে যে ত্রিশের আগে বিয়ে হবে না, তাই সে শুরু করে প্রেম, প্রেমিকার সঙ্গে রাত জেগে কথা বলা, তার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত যাপন ! প্রেমিকার সঙ্গে সে তাই তাই করতে চায় যা সে বিয়ের পর স্ত্রীর সঙ্গে করতো ! এবং করছেও...যৌন ক্ষুধা ত্বরান্বিত করছে পর্নের অবাধ বিচরণ। পর্নের ভয়াবহতায় অনেক নরম কোমল মন হয়ে উঠছে পিশাচ। ধর্ষণের শিকার হচ্ছে কত ভোলা মন.. খুন করা হচ্ছে দুনিয়ার আলো দেখতে চাওয়া কত নিষ্পাপ শিশুকে ! (পরিমার্জিত)

3
$
User's avatar
@Ostina1 posted 3 years ago

Comments

হুম প্রিয় তুমি সত্যি বলেছো। আসলে আমাদের বর্তমান সমাজ আজ এতটাই নিকৃষ্ট হয়ে গেছে যার জন্য আমাদের এই অবস্থা। আমাদের পরিবারের লোকজনদের অবশ্যই উচিত তাদের সন্তানদের প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই বিয়ে দিয়ে দেওয়া। রিজিকের মালিক আল্লাহ। এটা উপর থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে। একটি মানুষের খাবারের জন্য কখনো সংসার আটকে থাকে না। আমাদের প্রত্যেকেরই উচিত সমাজব্যবস্থাকে সঠিক সুন্দরভাবে পরিচালনা করা। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি তুই আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনি আসলেই খুব ভালো লিখেন। আপনার জন্য রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। দোয়া রইল এগিয়ে চলেন। সবশেষে শেষ করছি আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবসময়।

$ 0.00
3 years ago

আপনাকেও ধন্যবাদ।আপনার মন্তব্য টি আমার কাছে বেশি ভালো লেগেছে।যুক্তি মত কথা।

$ 0.00
3 years ago

ওয়েলকাম।

$ 0.00
3 years ago