আমিতো শব্দবিহীন , বাক্য বিহীন শুন্যতেই দাড়ি টেনে দিয়েছি ।
তবে তুমি কেন সেই শূন্যতে কালি ছুঁড়ে হাজারো শব্দের মেলায় , হাজারো বাক্যে প্রশ্নবোধক এঁকে দিয়েছো?
আমিতো আকাশসম কষ্টটাকে ভালোবাসায় রুপান্তরিত করে হাঁসতে শিখেছি।
তবে তুমি কেন আমার সেই আকাশসম ভালোবাসাকে প্রথমে মেঘ তারপর বৃষ্টিতে রুপান্তর করতে এসেছো?
উত্তর আছে কি জানা?
না ,নেই জানি ।
জানি এখন তুমি
খুঁজছো হাজারো বাহানা।
আমিতো শব্দবিহীন , বাক্য বিহীন শুন্যতেই দাড়ি টেনে দিয়েছি । তবে তুমি কেন সেই শূন্যতে কালি ছুঁড়ে হাজারো শব্দের মেলায় , হাজারো বাক্যে প্রশ্নবোধক এঁকে দিয়েছো?
আমিতো আকাশসম কষ্টটাকে ভালোবাসায় রুপান্তরিত করে হাঁসতে শিখেছি। তবে তুমি কেন আমার সেই আকাশসম ভালোবাসাকে প্রথমে মেঘ তারপর বৃষ্টিতে রুপান্তর করতে এসেছো?
উত্তর আছে কি জানা? না ,নেই জানি । জানি এখন তুমি খুঁজছো হাজারো বাহানা।