মানুষের চাওয়া:


❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন। ❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন। ❐ পুলিশ চায় আপনি বেআইনী কাজ করুন। ❐ ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়্যারিং জ্বলে যাক। ❐ বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন। ❐ মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক। ❐ ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋনগ্রস্থ হোন। ❐ প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক। **শুধুমাত্র চোর চায় আপনি ধনী হোন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। এতএব, চোরই আপনার প্রকৃত বন্ধু। --------------প্রমানিত ৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। ১| নদীর পাড়ের বাড়ি ২। ব্রেক ছাড়া গাড়ি ৩। ঘর ছাড়া নারী। তিনটি জিনিস একবার আসেঃ (১) মাতা-পিতা (২) সৌন্দর্য্য (৩) যৌবন। তিনটি জিনিস ফিরিয়ে আনা যায়নাঃ (১) বন্দুকের গুলি (২) কথা (৩) রূহ। তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ (১)সু-সন্তান (২)ভাল কাজ (৩) ইলম। তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ (১)চুরি (২)চোগলখুরী (৩)মিথ্যা। তিনটি জিনিস পিছনেতে রাখোঃ (১)হিংসা (২)অভাব (৩)সন্দেহ। তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ (১) উপদেশ (২) উপকার (৩) মৃত্যু। তিনটি জিনিস কে আয়ত্বে রেখঃ (১) রাগ (২) জিহবা (৩) মন। তিনটি জিনিস অভ্যাস করঃ (১) সততা (২) ভক্তি (৩) ভালোবাসা তিনটি জিনিস থেকে দূরে থেকঃ (১) মিথ্যা (২) অহংকার (৩) অভিশাপ। তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ (১) কলম (২) কথা (৩) কদম

3
$
User's avatar
@R_P_Emon posted 4 years ago

Comments

ধ্যনবাদ কিছু শিখলাম।।

$ 0.00
4 years ago