মৃত্যু এসে যখন মাথায় হাত রাখে, তখন বাদশাহ ফকির উভয়েই সমান হয়ে যায়; কাউকে পার্থক্য করা যায় না। ------- (শেখ সাদী)
6
$
@CrazyQueen
posted
4 years ago
সব মানুষের রক্তের রং লাল। কেন যারা বড়লোক গরিবের সাথে যায় না তারা কি টাকা দিয়ে রক্তের রং বদলাতে পারেনা তাহলেই তো হয়। যতোই বড় লোক হোক স্কুল, কলেজ, এই সব জায়গায় সবার পোশাক সব সময় এক হয়। সেখানে লেখা থাকে না কে ধনী কে গরিব। তবে কারো জামা বেশি দামি কারো জামা কম দামী থাকে তবে মসজিদ এ সবাই সমান থাকে। তাই মানুষ পার্থক্য করতে চাইলেও পারবে না