বসে আছি অপেক্ষায়, তুমি আসবে তাই । বসন্তী ফুলের ঘ্রাণে নয় কোন এক গ্রীষ্ণের পড়ন্ত বিকেলে, আসবে তুমি ঘমাক্ত চোয়ালে, মুছবো ঘাম আমার আঁচলে । তোমার ঐ চিবুকে, খুঁজে নেবো অন্ধকারের মাঝেও আলো । জোৎসনা বিলাস নই অন্ধকারে হাটবো দুজন, খেলবো আলোর খেলা জোনাকির আলোতে । আছি বসে তাই এই ঝুম নিরবতায়, হঠাৎ তুমি আসবে, কোনো এক পড়ন্ত বিকেলে তাই...

1
$
User's avatar
@Naima posted 4 years ago

Comments