আমাদের ইলিশ, ভারতের পেয়াজ!
আমাদের দেশের পেয়াজের চাহিদা ৩৩ লক্ষ টন, অথচ উৎপন্ন হয় ২৫ লক্ষ ৫০ হাজার টন! প্রতি বছর প্রায় ৮ লক্ষ টন ঘাটতি | এটা আমার কথা নয়, স্ট্যাটিস্টিক্স তাই বলছে |
ফ্যাক্ট ১ ভারতের বাজারেও মৌসুমের শেষদিকে পেয়াজ অনেক উচ্চ দাম হয়ে যায়, তাই তারাও রপ্তানি বন্ধ করে দেয় নিজেদের বাজার স্থিতিশীল রাখতে! নিজের ভালো পাগল ও চায়, আর এখানে তো ভারত (প্রতিবেশীদের সাথে সবসময় পন্ডিতি করা স্বভাব এদের, Except CHINA)!!
ফ্যাক্ট ২ নিজেদের ঘাটতি ৮ লক্ষ টন আমাদের নিজেদেরই উৎপাদন বাড়ানো উচিত, নাহলে অন্যের দিকে তাকিয়ে থাকলে বাজার গরম হবেই! প্রয়োজনে কৃষকদের ভর্তুকি দিতে হবে এই ঘাটতি মেটাতে। তারপরো প্রতিবছরের উৎপাদন ৩৫ লক্ষ টনে নিয়ে ঠেকাতে হবে। বাকিটা আমরা মৌসুমের শেষদিকে উচ্চদামে রপ্তানি করবো (এটা আমার স্বপ্ন) |
ফ্যাক্ট ৩ আওয়ার হিলসা ইজ নট ফ্রি এট অল! ভারত সেটা পেইড করেই নেয়। তবে পূজা উপলক্ষে আমরাও দাম ২/৩ গুন বাড়াতে পারি চাইলে। বিজনেস স্ট্র্যাটিজি!! পৃথিবীর প্রায় ৮৬% ইলিশের যোগানদাতা কিন্তু আমরাই! বুঝতে হবে!
ফ্যাক্ট ৪ আমরা ইলিশ দিলাম, দাদারা পেয়াজ দিচ্ছে না! এটা থেকে বের হয়ে আসা উচিত। কেননা ইলিশ আর পেয়াজ কোনোটাই ফ্রি না! আমরা ইলিশ রপ্তানি করবো, এটা আমাদের ক্রেডিট! আর পেয়াজের জন্য পাশের দেশের উপর নির্ভরশীলতা আমাদের ডিসক্রেডিট।
Comments
Pubg is a good game.but pubg lite is also a good game.game is a good game,not only pubg but also pes is a good game.ovai kene color?dor dor onne comment?
thankyou Thank youfor the work you are doing. I think this work needs to be done in every unio
You work hard, you make money, you do it for yourself, that's not life. You go out, you seek for people who needs your help, you make their lives better, you become the sponge which can absorb all negativities and you become that who can emit beautiful wives and when you realise you have changed someone's life and because of you that person didn’t give up, that's the day when you live. -Muniba Mazari
Thank you lot off brother
God blust you....u r a good man
Hey brother, if we die like this, if we stand on it, the government will give more and more, if we don't give English, we will lie down, they will just give it.