একটা বাবার বাড়ি, একটা স্বামীর বাড়ি। মেয়েদের নিজের বাড়ি কোনটা? যদিও নারী পুরুষ সবার বাড়িই অস্থায়ী, আসল বাড়ি ওপারে। তবু মনে একটা কষ্টকর ভাব- 'আমার কোনো বাড়ি নেই।'
2
$
@Airen1
posted
4 years ago
মেয়ে মানুষের নিজের কোনো বাড়ি ঘর নাই ঠিকই কিন্তু মেয়ে ছাড়া আসলে কোনো ঘরই তৈরি হয় না।। মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটা খুব ভাগ্যের ব্যাপার।। আল্লাহ যখন সব চেয়ে বেশি খুশি হয় তখন মেয়ে সন্তান দেন।। তাই নিজেকে কখনো ছোট ভাবা ঠিক না। নিজের ঘর নাই এটা কষ্টের কিছু না। সবই অর্জন করতে হবে।। তাহলেই আর কষ্ট থাকবে না। ধন্যবাদ আপনাকে পোষ্ট টা করার জন্য।।। শুভ কামনা রইলো।।