আল্লাহ্‌ তা'আলা বলেন, "(মুত্তাকী হলো) যারা না দেখে (আল্লাহ্‌র প্রতি) বিশ্বাস স্থাপন করে, নামায প্রতিষ্ঠা করে, আমার দেয়া রিযিক থেকে ব্যয় করে; এবং (হে রাসূল,) যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে সেসব বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে আর যারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস করে; তাঁরাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সুপথপ্রাপ্ত এবং সফলকাম।" [সূরা বাকারা: ২-৫]

4
$
User's avatar
@R_P_Emon posted 4 years ago

Comments

আল্লাহ তাআলা সবাইকে ইমান দান করুক। সবাই যেনো নামাজ রোজা আল্লাহ তাআলার দেওয়া পথে তার দেওয়া নিময় কানুন মেনে চলতে পারে। আল্লাহ তাআলা সবাইকে জান্নাত বাসী করুক ।।। আমিন

$ 0.00
4 years ago

ধন্যবাদ

$ 0.00
4 years ago

আলহামদুলিল্লাহ। হে আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। হে আল্লাহ আমাদের ইসলামের প্রতি বিশ্বাস ধারণ করার ক্ষমতা দান করো। হে আল্লাহ আমাদের পরকালের প্রতি বিশ্বাস করার তৌফিক দান করো। হে আল্লাহ যতদিন বাঁচি তাতে তোমার এবাদত করে চলতে পারি এটুকু তুমি দান করো।

অসাধারণ একটি শিক্ষামূলক পোস্ট শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম পোস্ট আরও শেয়ার করার অনুরোধ রইল।

$ 0.00
4 years ago

আমিন। আল্লাহ আমাদের সকলকে সবসময় ভাল কাজ করার ভাল পথে চলার তৌফিক দান করুন।

$ 0.00
4 years ago