গুছিয়ে রাখা স্বপ্নগুলো হঠাৎ করেই এলোমেলো ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাংছে তাই - - - তাকিয়ে দেখি বদলে গেছে গোটা শহরটাই ধুলোয় হাওয়াই ছড়িয়েছে ভয় মানুষ যেনো কেউ কারো নয় সাবান জলে খেতে ধুয়ে রাখছে জীবনটাই বাঁচা-মরার দায়ে এখন সবাই সূচীবাই... ভোরের পাখি দিচ্ছে না শিষ হাতের ছোঁওয় জোমছে যে বিষ ঠোঁটের উপর ঠোঁট রখতেও বিধিনিষেধ জারি... হায় পৃথিবী কোথায় ছিল এমন মহামারী.. একটা মোটে জীবন সবার শক নেই তার শহিদ হবার কেউ কাওকে বোলছে না আর আমায় ভালোবাস... সবার মুখে একটাই কথা.. ..... করোনা ভাইরাস.....

1
$
User's avatar
@Kanij1305 posted 3 years ago

Comments