"যাকে আল্লাহ পথ দেখাবেন, সেই পথপ্রাপ্ত হবে" আর যাকে তিনি পথ ভ্রষ্ট করবেন, সে হবে ক্ষতিগ্রস্ত।"
Comments
হ্যাঁ একদম ঠিক কথা আল্লাহ যাকে পথ দেখাবেন সেই পথ প্রাপ্ত হবে, আর যাকে পথ দেখাবেন না সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ যাকে আলোর পথ দেখান তিনি তার ভালোর জন্য ই দেখান। ভুল মানুষকেই আল্লাহ যেমন হেদায়েত দিতে পারেন ঠিক তেমনি আবার পথ ভ্রুস্ট ও করতে পারেন। তিনি দয়ার সাগর,চাইলে তিনি সবই পারেন।কিন্তু আল্লাহ তা'য়ালার কখনোই কারো অমঙ্গল চান না।আমাদের আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন।
হ্যা আল্লাহ যাকে তার দিকে প্রত্যাবর্তন করেন তিনি চাইলে ও সেইখান থেকে সরে আসতে পারে না। আল্লাহ যাকে আলোর পথ দেখান তিনি তার ভালোর জন্য ই দেখান। ভুল মানুষকেই আল্লাহ যেমন হেদায়েত দিতে পারেন ঠিক তেমনি আবার পথ ভ্রুস্ট ও করতে পারেন। তিনি দয়ার সাগর,চাইলে তিনি সবই পারেন।কিন্তু আল্লাহ তা'য়ালার কখনোই কারো অমঙ্গল চান না। সুতরাং আমাদের উনার উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে।
ধন্যবাদ , আপনার অসাধারন কমেন্টের জন্য।
ওয়েলকাম।
আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কে পথ ভ্রষ্ট থেকে দূরে রাখুক
আমিন,
হ্যাঁ প্রিয় আপনি যথার্থই বলেছেন। আসলে আল্লাহ যাকে পথ দেখান সে পথ কখনো ভুল দিকে যায় না। আর আল্লাহ যার দিকে পথ দেখান না সে কখনো সঠিক পথে যেতে পারে না।ধন্যবাদ আপনাকে প্রিয় এ হাদীসটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য। দোয়া রইল আপনি সবসময় যাতে এগিয়ে যেতে পারেন আর আমাদের মাঝে আরও সুন্দর সুন্দর হাদিস উপস্থাপন করতে পারে ন।
Thank you so much brother for your beautiful comment...
right