চোখের সামনে মিথ্যে একটা স্বপ্নের সাইনবোর্ড টাঙিয়ে আমরা হেঁটে যাই অনিশ্চিত গন্তব্যে। বহুদূর পেরিয়ে যখন গন্তব্য খুঁজে না পাই, তখন আমরা পিছু ফিরে দেখি। ততদিনে আমাদের জীবন অন্তিমকালে দাঁড়িয়ে। মিছে স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে জীবন তলানিতে এসে ঠেকে, অথচ আমাদের যাপন করা হয় না একটিও সুখের মুহূর্ত!
তাইতো জীবনের প্রতিটা মুহূর্তকে যাপন করা, স্মৃতিময় করা উচিত। যেন কখনো আক্ষেপ করে বলতে না হয়, ফুরিয়ে গেলো জীবন! আহা জীবন, আহারে জীবন!
1
$
@FAHIM13
posted
4 years ago
তার জন্য বলতেছি, চলো আজিজনগর যাই, নাহলে পরে আফসোস করবে, তার পর বলবে ফুরিয়ে গেলো জীবন! আহা জীবন, আহারে জীবন!😊