অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, যাকে “রিভেঞ্জ অফ ন্যাচার” বলে। কোরআন-এর ভাষায় যেটা “কিফারাহ্”। এ সম্পর্কে বেশ কয়েক বার বলা আছে কোরআনে। যেটা আমাদের বিশ্বাস করতেই হবে।

সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না, সঠিক কোন কাজের শাস্তি পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভুলে না, প্রকৃতি ক্ষমা করে না।

এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে অন্যায় করে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবেনা, কিন্তু তার ওই কষ্ট থেকে আসা রুহের হায় আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ সৃষ্টিকর্তা কাউকে ঠকান না, তিনি কারোর একার না।

2
$
User's avatar
@Naima posted 4 years ago

Comments