কত যে ভালোবাসি মন ছুয়ে দেখ না।
তুমি ছারা একাকি এ প্রহর কাটে না,
সারাটি জনম তোমাকে শুধু চাই।
তোমারি মাঝে আমি যে হারাই।
তুমি কতো ভালোবাস তাইতো তোমার এত অভিমান আমি অবুঝ ব্যস্ততায় সারাবেলা আমার ভালোবাসা খুবই ম্লান।
তুমি কতো প্রতীক্ষায় থাকো মোবাইল রিংটোন বাজবে কখন আমার কর্মব্যস্ত অসহায় জীবন ব্যর্থ করে তোমায় প্রতীক্ষা সারাক্ষণ।
তুমি আমি দুইদিকে বহুদূরে তবু ভালোবাসা ক্ত অমলিন তুমি শতভাগ আমি কিঞ্চিত তবু প্রতীক্ষা কাছাকাছি ক্লান্তিহীন।
তুমি আমি দুটি প্রাণ এক আত্না অভিমান তোমার অমূলক নয় ভালোবাসা যার বুকেতে রয় অভিমান তো হায় তাকেই মানায়।
ওগো প্রাণপ্রিয়া ওগো বধুঁয়া তোমার লাগিয়া আমার হিয়া পুড়ে- পুড়ে যায় সারাক্ষণ সারাবেলা রে অভিমানি তুমিও রাখ জানিয়া।
Comments
অসাধারণ হয়েছে প্রিয়। ভালোবাসা কোথায় পাও তুমি। তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মাঝে এত সুন্দর একটি উক্তি প্রকাশ করার জন্য। আশা করি সব সময় আমাদেরকে আরো সুন্দর গল্প উপহার দেবে সে আশায় রইলাম। দোয়া করি তুমি ভবিষ্যতে আরো ভালো করো।আর আমাদেরকে এর থেকেও আরো বেশি ভালো উক্তি উপহার দেও। অবিরাম ভালোবাসা রইল তোমার জন্য।
মন ছুয়ে যাওয়ার মতো একটা কবিতা। রাতের অন্ধকার আকাশের নিচে বসে পড়ে কবিতাটা খুব আনন্দে উপভোগ করলাম। মনে হলো যেনো প্রিয় মানুষের সাথেই বসে আছি। প্রত্যেক টা লাইন খুব স্পষ্ট। প্রত্যেক টা লাইন বুঝে বুঝে পড়েছি। কবিতার মানে বুঝতে পেরেছি তাই হয়তো একটু বেশিই উপভোগ করতে পেরেছি। খুব সুন্দর।
ভালোবাসা বড় নিষ্ঠুর বড় বেহায়া। যেখানে মন উজাড় করে ভালোবাসো না কেন,তবুও সে ভালোবাসার কমতি থেকে যায়। অভিমানি মনটা বড় বেদনাদায়ক যত বুঝাই, মন তো বুঝে না।
আপনার কবিতা লেখার ধরনে আমি মুগ্ধ, খুব সুন্দর লিখেছেন