এতগুলো টায়ার বহন করেও বিপদের সময় তার একটি টায়ারও কাজে আসেনি।ঠিক তেমনি জীবনে চলার পথে ভাই, বোন, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব অনেক থাকবে কিন্তু বিপদের সময় আর কাউকে পাওয়া যাবেনা এবং আজ পর্যন্ত কাউকে পাওয়া যায় নাই ভবিষ্যতেও হয়তো পাওয়া যাবে না এটা আসলেই বাস্তব জীবন কাহিনী। সংসারে আপনার অবদান কি ছিল তা কেউ শুনবে না বরং আপনি তাদের থেকে কি নিয়েছেন সেটাই বিভিন্ন উছিলায় নেয়ার চেস্টা করবে...............আর আপনাকে বোঝাবে যে তারা আপনার পাশে আছে তারা নানা ধরণের পরামর্শ দিয়ে দিন শেষে তাদের প্রয়োজনটা বলবে আর এটাই হচ্ছে দুনিয়ার মানুষ।কপি

2
$
User's avatar
@Saddam13 posted 3 years ago

Comments

একদম সত্য একটা কথা। মানুষ আর মানুষ নাই। হয়ে গেছে হিংস্র পশু। তারা এখন অন্যের বিপদ দেখলে পালিয়ে যায় মনে করে যদি বিপদ থেকে বাচাতে গিয়ে নিজে ওই বিপদে পড়ে যায়। আবার কেউ কেউ তো মজা নেয়। বিপদে পড়েছে দেখছে বিশ্বাস করবে না। বকা দিবে বাজে বাজে কথা শুনাবে তাও উপকার করবে না।

$ 0.00
3 years ago

সহমত,,,, আপনি যেটা বলছেন সেটা একদম সত্যি কথা ,,,, তার জন্য আপনাকে আমার পক্ষে থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়,,, আমি আশা করি সামনে আমার পোস্ট আপনি লাইক এবং কমেন্ট করবেন এবং পাশে থাকলে পাশে পাবেন আর ভালো থাকবেন এটা আশাকরি,,,,,,,,,,,,,,,,,,,,,

$ 0.00
3 years ago