কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে। গর্বিত মাথাটা নত করতে হবে এবং মেনে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ।

1
$
User's avatar
@Eshan2742 posted 3 years ago

Comments

অনেক সময় পরাজিত হয়ে যে সুখ পাওয়া যায় তা জয়ী হয়েও পাওয়া যায় না। কিছু কিছু সময় পরাজিত হয়ে এমন সুখ পাওয়া যায় তা বলার বাহিরে। ভুল তা স্বীকার করাই ভালো এতে কোনো অপরাধ নাই। ভুল স্বীকার না করা টাই বরং একটা বড় ভুল। একটা অপমান মাথা নিচু করলেই সে ছোট হয়ে যায় না বরং আরো বড় হয়। আর মন আরো বড় হিসেবে পরিচিত লাভ করে। সকলের পছন্দের মানুষ হয়ে উঠে। সবাই তাকে ভালোবাসে। এতো সুন্দর একটা পোষ্ট করছেন আর আমি আমার মতামত প্রকাশ করতে পারলাম। অনেক ভালো লাগলো মতামত প্রকাশ করতে পেরে। অসংখ্য দোয়া রইলো প্রিয়।।

$ 0.00
3 years ago

ধন্যবাদ ।কয়জনে বুঝে এই কথা।মানুষ অন‍্যের গীবত করতে বেশি আনন্দ পাই। আত্মীসম্মান বোধ রাখতেও যেন মাঝে মাঝে মূখ বন্ধ করতে হয়।গীবদ আল্লাহ্ হারাম।

$ 0.00
3 years ago

হুম তুমি ঠিক ই বলেছ প্রিয়।

$ 0.00
3 years ago