বেশ কিছুদিন আগে একটা পত্রিকা আমার সাক্ষাৎকার নিয়েছে। উঠতি লেখক হিসেবে। নানান প্রশ্ন করল। মঁপাসা-চেখভ থেকে মানিক বন্দোপাধ্যায়... রিয়েলিজম, সুর রিয়েলিজম... দ্বান্দ্বিক বস্তুবাদ...।
এর মধ্যে একটা প্রশ্ন ছিল, অবসরে আপনি কী করেন? বললাম, সুন্দর সুন্দর মেয়েদের ফেসবুক প্রোফাইল দেখি।
এরপর আর সাক্ষাৎকারটাই ছাপল না। আমি অনেকদিন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলাম। বুঝলাম না, সত্য কথা বলা দেখি মহা বিপদ!
বেশ কিছুদিন আগে একটা পত্রিকা আমার সাক্ষাৎকার নিয়েছে। উঠতি লেখক হিসেবে। নানান প্রশ্ন করল। মঁপাসা-চেখভ থেকে মানিক বন্দোপাধ্যায়... রিয়েলিজম, সুর রিয়েলিজম... দ্বান্দ্বিক বস্তুবাদ...। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, অবসরে আপনি কী করেন? বললাম, সুন্দর সুন্দর মেয়েদের ফেসবুক প্রোফাইল দেখি। এরপর আর সাক্ষাৎকারটাই ছাপল না। আমি অনেকদিন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলাম। বুঝলাম না, সত্য কথা বলা দেখি মহা বিপদ!