পরীক্ষায় নকলসহ ধরা পড়েছি। তাও পরীক্ষা ছিল ইংরেজি, নকল নিয়ে গেছি অঙ্কের! ম্যাজিস্ট্রেট এসে হাতেনাতে ধরেছে। খুবই সুন্দরী ম্যাজিস্ট্রেট। চেনা চেনা লাগছিল। কোথায় যেন দেখেছি...ভাবতে ভাবতেই ম্যাজিস্ট্রেট কষে লাষি মেরেছে পেছন দিকে (ফ্রেন্ডলিস্টে মুরুব্বি বেশি জন্য পেছন লিখে ব্যাপারটা সারতে হলো, ওকে?)। ছিটকে এসে পড়েছি বারান্দার মেঝেতে। একটু পরে আবিষ্কার করলাম, পরীক্ষার হল না, মেঝেটা আমার বাসার। আর লাথিটা ম্যাজিস্ট্রেট না, কষেছে পাশে ঘুমে থাকা আমার স্ত্রী। তাই তো বলি ম্যাজিস্ট্রেটকে কোথায় দেখেছি! বউ রে, ঘুমে থাকলে তো দেখি তোমারও হিসাব থাকে না! এখনো আমি প্রায় স্বপ্নে দেখি এসএসসি পরীক্ষায় ফেল করেছি, এইচএসসি পরীক্ষায় রুটিন ভুল করে অন্য সাবজেক্ট পড়ে গেছি, মাস্টার্স পরীক্ষায় একটা প্রশ্নও কমন পড়ে নাই। এমন দুঃস্বপ্ন নিয়ে অনেক দিনই ঘুম ভেঙেছে। এবং প্রথমেই স্বস্তি হয়েছে এই ভেবে, যাক ব্যাপারটা স্বপ্নে ঘটছিল। আমাকে এই জীবনে আর পরীক্ষা দিতে হবে না! পরীক্ষা ব্যাপারটা ভয়েরই। তবে খেয়াল করে দেখেছ কি না, ভ-এর দিকে হাত বাড়িয়ে দিলে অক্ষরটি দেখতে হয়ে যায় জ। ভয়ের দিকে হাত বাড়িয়ে দিলেও কিন্তু হয়ে যায় জয়!

4
$
User's avatar
@Daimond23 posted 4 years ago

Comments

Thanks for sharing this.

$ 0.00
4 years ago

Welcome brother...

$ 0.00
4 years ago

আমার মাঝে মাঝেই এমন হয়। স্বপ্নে দেখি এইগুলো।। অনেক ভয় পেয়ে যাই। আসলেই প্রথমে যে জিনিস দেখে ভয় লাগে দ্বিতীয় বার তা করতে একদম ই ভয় লাগে না।। কাজটা অতি সহজেই হয়ে যায়।। ভয় বলতে কিছু নেই সবই দূর্বলতা। দূর্বলতা চলে গেলেই ভয় চলে যাবে।।

$ 0.00
4 years ago

Thank you beautiful for your impressive comment...

$ 0.00
4 years ago

অনেক সুন্দর পোস্ট!

$ 0.00
4 years ago

ধন্যবাদ ভাই।

$ 0.00
4 years ago