মানুষ__

আমাদের মধ্যে যে খ্যাতিটা আছে তা কিন্তু গুরত্ব না.. যে গুনের জন্য খ্যাতিটা এসেছে সেটাই গুরুত্বপূর্ণ। তাই মিছেমিছি খ্যাতির পিছনে ছুটতে হয় না,

মানুষের তো একটা মাএ জীবন পায়,সেই জীবনটাকে উপভোগ করতে হয়.. তাই বলছিলাম একজন বিখ্যাত মানুষ হয়ে বিশেষ লাভ নেই কিন্তু একজন পরিপূর্ন মানুষ হয়ে অনেক লাভ।তাই সাদা কে সাদা আর কালো কে কালো বলতে শিখুন।দেখবেন সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার।

4
$
User's avatar
@Naima posted 4 years ago

Comments

মানুষের গুন টা হল মহত গুন।আমরা কোনো কাজের সাফল্য অর্জন করতে পারবো না যদি না থাকে নিজের বিশেষ গুনাবলি। আমাদের প্রিয় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আলোকিত রচিত হয়েছিল তার মেদা,বুদ্ধি,জ্ঞান প্রসারের জন‍্য।

$ 0.00
4 years ago