আমার যদি সাধ্য থাকতো প্রধানমন্ত্রীকে একটা বড় পর্দায় পরিষ্কার করে আগাগোড়া চিৎকার করতে থাকা বেগমগঞ্জ দেখাতাম, সাথে সব ক্ষমতাবান দেশীয় নারীরা থাকতো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতাম পুরোটা আপনাকে দেখতেই হবে মাননীয়, আপনার হৃদয় কত শক্ত আমরা দেখতে চাই! তারপর ওনাকে সেই ট্যাগধারী জাহান্নামের কীট গুলে দেখাতাম, তারা লিখে রেখেছে

বঙ্গবন্ধুর_নির্ভীক_সৈনিক!

তিঁনি যতোই ক্ষমতাবান হোন না কেন এ দায় তিঁনি এড়াতে পারেন না। শ্রদ্ধার সাথে বলতাম, জাতির জনক বলেছিলেন ৭১ এর অসহায় নির্যাতিত, ধর্ষিত মেয়েদের বাবার নামের যায়গায় লিখে দিতে "শেখ মুজিবুর রহমান"

এখন এ দায়িত্ব বঙ্গবন্ধুকন্যার নয় কি? তখন তো নরপিশাচ ছিলো ভীনদেশী, নিজের দেশে এত বছর ক্ষমতায় থাকার পরেও একজন নারীও কেন এমন করে পাশবিকতার শিকার হবে? এ দায় কী আপনার নয়? আপনি তো বললেই সব হয়ে যায়,মজলুমের জন্য জননেত্রীর ফরমান জানতে চাই।

আচ্ছা ওনার হৃদয় কী এতোটাই শক্ত, তিঁনি কী সহ্য করতে পারতেন?

বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে অত্যাচার করা নামধারী ছাত্রলীগের কুত্তাগুলোকে তো এমনিতেই জঘন্য উপায়ে হত্যা করা উচিত জনসম্মুখে, অন্তত নামটার সম্মান বাঁচুক। এ কাজ বঙ্গবন্ধুর আসল সৈনিকরাই তো করতে পারে। তারা কেন নিশ্চুপ? কতবড় মানববন্ধন! মানবগুলো কী নিরাপদ আমাদের জন্য? বিশাল র্যালিতে বিচার চাই,বিচার চাই করতে থাকা বাবা ভাইদের বয়সী মানুষগুলো কতোটা নির্ভর যোগ্য! তারা কোন আড়ালে কিংবা সম্মুখে অন্য মেয়ের ওড়নার তলে উঁকি দিচ্ছে? অবিশ্বাসের বিষবৃক্ষ বড় পোক্ত হয়ে শেকড় মেলছে, মাননীয়, আপনি বলে দিন, তারা পুরুষাঙ্গের হেফাজত করুক নইলে..... আপনি ও নারী।ক্ষমতাবান নারী। বঙ্গবন্ধুকন্যা। বিচার চাই না,

বিচার করার ক্ষমতা সবাই রাখে না যতোই ক্ষমতাবান নিজেকে মনে করুক না কেন, শুধু আপনাকে যদি দেখাতে পারতাম! আচ্ছা আপনি দেখেন না? আহ্ সামনে বসিয়ে যদি দেখাতে পারতাম কেমন করে বার বার কেঁদে উঠেছে প্রতিটি হৃদয়!

আপনি ভিডিও দেখতেন,আমি আপনাকে দেখতাম!

1
$
User's avatar
@jabed526 posted 3 years ago

Comments