অামি ভাগ্যকে বিশ্বাস করিনা,,ভাগ্য বলতে দুনিয়াতে কিছুই নেই,,যতক্ষন তুমি তোমার হাত পা অার শরীরটা কাজে না লাগাবে,,ততদিন তুমি কিছুই পাবেনা,,তুমি পরিশ্রম করো,,তুমি সফল!! অার তোমার পরিশ্রমের ফলে যে সফলতা অাসবে সেটাই ভাগ্য!!

স্বপ্নের রংটা সুন্দর,,বাস্তবের রংটা অনেক কঠিন,,স্বপ্ন তোমাকে শক্তি দেয়,,বাস্তবতা দেয় শিক্ষা!! বেশি বেশি স্বপ্ন দেখো,,তোমার শক্তির। বাহিরে স্বপ্ন দেখো না,,অাহত হবে স্বপ্ন পূরন হবেনা,,স্বপ্ন দেখো,, এমন স্বপ্ন দেখো না,,যে স্বপ্ন তোমার কষ্টের কারন হয়ে দাড়াঁয়,,কারন স্বপ্ন ভাঙ্গার যন্ত্রনা অনেক কষ্টদায়ক,,

কাউকে সার্পোটট করো,,এমন ভাবে করো না,,যেনো তার একটি খারাপ কাজ তোমার সার্পোটে দ্বিতীয় খারাপ কাজ করার সাহস অার শক্তি পায়!!

কাউকে সহযোগিতা করছো?? গোপনে করো,,লোক দেখানোর জন্য ভিডিও করে ছবি তুলে,,হাজার জন মানুষ নিয়ে সাহয্য করতে যেওনা,,লোক দেখানো সহযোগিতা অার গোপনে সহযোগিতার মধ্যে অাকাশ পাতাল তপাৎ,,

নিজের যা অাছে,,তাতেই সন্তুষ্ট থাকো,,অন্যের জিনিস দেখে অাপসোস করো না,,বরং তোমার অবস্তানের জন্য অালহামদুল্লিলাহ বলো,,দেখবে একদিন তুমিও ভালো থাকবে,,

প্রয়োজনের তুলনায় কাউকে মাথায় তুলে নাচিও না,,এতে তার অহংকার বেড়ে পাহাড়ে পরিনত হয়,,সে যেমন মানুষ তুমিও মানুষ,,কাউকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করাটাও ব্যক্তিত্বহীন মানুষের কাজ,,পারলে নিজের ব্যক্তিত্বটা ধরে রাখার চেষ্টা করো,,

3
$
User's avatar
@Naima posted 3 years ago

Comments

নিজের যা অাছে,,তাতেই সন্তুষ্ট থাকো,,অন্যের জিনিস দেখে অাপসোস করো না,,বরং তোমার অবস্তানের জন্য অালহামদুল্লিলাহ বলো,,দেখবে একদিন তুমিও ভালো থাকবে,, এই লাইন টি বেশি ভালো লেগেছে। আল্লাহ্ বলেছে।নিজের ভাগ‍্য নিজে গড়।এবং অন‍্য কে সাহায্য করে সৎ বুদ্ধি দ্বারা।অন‍্যকে কখনো নিজের দ্বারা ক্ষিতে হতে দিওনা।তা নাহলে তার দ্বারাও অন‍্যের ক্ষতি হবে।

$ 0.00
3 years ago