“যখন আপনাকে কেউ খুব কষ্ট দেয়, তখন ঠিক প্রথমেই সম্ভবত মনে যা আসে তা হলো, ইশশ যদি তার সাথে আমার কোনদিন দেখাই না হত! কিন্তু মনে রাখতে হবে, যারা আমাদের জীবনে আসেন বিশেষ কিছু কারণেই আসেন, আর যারা চলে যান তারাও বিশেষ কারণেই চলে যান; এমনকি যারা আমাদেরকে যন্ত্রণায় ক্ষত-বিক্ষত করেন তারাও! এতেই আমাদের জন্যই কল্যাণ এবং বিষয়টিকে গ্রহণ করে নেয়াটাই যন্ত্রণা কাটিয়ে উঠে শান্তি অর্জনের প্রথম পদক্ষেপ।” — উস্তাদা ইয়াসমিন মোজাহেদ

1
$
User's avatar
@Arham18 posted 4 years ago

Comments

কষ্ট পাওয়ার পর কি আর এসব মনে থেকে ব্রো??? কিছু মানুষের মাথায় তো প্রতিশোধ নেওয়ার চিন্তা আসে। আবার মাঝে মাঝে প্রতিশোধ নিয়ে ও নেয়। কষ্ট এমন একটা জিনিস যা জিবনে আসলে সহজে কেউ মেনে নিতে পারে না.সহজে কাটিয়ে ও উঠতে পারে না... ভালো লিখেছেন। ধন্যবাদ

$ 0.00
4 years ago

thank you so much dear..... for your great compliment

$ 0.00
4 years ago

most welcome dear

$ 0.00
4 years ago

its my pleasure

$ 0.00
4 years ago