নব্বই দশকের প্রেমগুলো ছিল অসাধারণ, বারান্দা থেকে বারান্দা ছিল লুকোচুরি দেখার খেলা... দূর থেকে এক পলক দেখলেই এক সপ্তাহ পার করা যেত......

একটা চিঠি নিয়ে সারাদিন বসে থাকা যেত, চিঠি লিখতে গিয়ে কাঁপা কাঁপা হাতে লিখতে হতো ভালোবাসি, স্টাপলারের পিন দিয়ে লুকাতে হতো চিঠি,

রাস্তায় হঠাৎ সামনে পড়ে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, মাঝে মাঝে জামার রং মিলে গেলে খুব খুশির বন্যা বয়ে যেত, জানালার পাশে ঘাপটি মেরে বসে থাকা যেত ঘন্টার পর ঘন্টা.... যেদিন তাকে দেখা সেদিনই ক্যালেন্ডারে লাল দাগটা আপনাআপনি পড়ে যেত, স্কুলের সামনে একদিন না দেখতে পেলে বুকটা মোচড় দিয়ে উঠতো, অভিমানী ঠোঁটটা ফুলে উঠতো,

স্কুলের টেবিলে তো (ব+ল) লেখাই থাকতো , ডায়রীর পাতা ভরা থাকতো শুধু ভালোবাসার কথা আর গান, ছোট ছোট কথাগুলো ডায়রীর পাতায় টুকে রাখতে হতো,

ঈদের দিন সকালে তাকে দেখে তবেই ঈদের জামাটা পড়া লাগতো .... কি সুন্দর ছিল দিনগুলো, আর ফিরে আসবে না কখনো।

0
$
User's avatar
@R_P_Emon posted 4 years ago

Comments

90 দশকের প্রেম ছিল অসাধারণ ভাই,তখন চিঠি লিখা বেশি ছিল এখন তো সব উঠে গেছে, ২০০০ এসে তো ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমু ভাইবার আরো কত কি এগুোতে প্রেম ছাড়া প্রেমের ফটো এডিটিং এর পর ঘুরাফিরা খানা খাওয়া এসে ঘুম বিয়ে কত কি ইত্যাদি

$ 0.00
4 years ago

আছো কেমন? -রাখলে যেমন অভিমান করেছো? -বুঝতেই পারছো। আচ্ছা পাশে বসো -ইচ্ছে নেই, তুমি আসো বিয়ে হলো শুনেছি -আমিই তো জানিয়েছি কলটি তোমার ছিলো? -আমি ছাড়া কে বা দিলো? কষ্ট হয় নি? -শুনে লাভ নেই। সুখে আছো? -এটাই তো চেয়েছো কি আর করবো বলো? -তুমি থাকো ভালো আমার ভালো থাকা -কেন, লাগছে বুঝি একা? তোমার জন্য কাঁদে মন -সরালে কেন প্রিয়জন? তোমার বাবা মানতো না -আমার ওপর আস্থা ছিলো না? ছিলো বৈকি -তাহলে আরকি? পাত্র তখন দেখছিলো -তাতে কি হয়েছিলো? ছিলাম অযোগ্য আমি -কখন বলেছি শুনি? মনে হলো তাই -এখন ভেবে লাভ নাই। বদলে যাচ্ছো রোজ -রাখো নি বলে খোঁজ খোঁজ নিলে কি হতো? -অনেককিছুই পাল্টে যেতো আগেরমত রাগী আছো -এই যে বললে বদলে গেছো থাক, কিছু না -এড়াতে চাইছো তাই না? আচ্ছা উঠছি আমি -ভালো থেকো তুমি। "অভিমান" ©আফরোজা আক্তার পপি ছবিঃ সংগৃহীত

$ 0.00
4 years ago

Ar you mad

$ 0.00
4 years ago

Good night

$ 0.00
4 years ago

ji

$ 0.00
4 years ago

Thank you

$ 0.00
4 years ago