বিল গেটসকে এক উপস্থাপিকা জিজ্ঞেস করল, "জনাব বিল গেটস, আপনার সফলতার গোপন রহস্য কী?" বিল গেটস উত্তর দেওয়ার পরিবর্তে একটি ব্ল্যাংক চেক বই সামনে বাড়িয়ে দিয়ে বললো, আপনার যতো ইচ্ছা লিখে নেন। উপস্থাপিকা চেকটি ফিরিয়ে দিলেন এবং প্রশ্নটি আবার করলেন। বিল গেটস আবার চেকটি অফার করলেন। উপস্থাপিকা চেকটি ফিরিয়ে দিলেন এবং প্রশ্নটি আবার করলেন। বিল গেটস উপস্থাপিকার দিকে তাকালেন এবং অবশেষে উত্তর দিলেন। সফলতার গোপন রহস্য হলো, আমি কখনো সুযোগ হাত ছাড়া করি না যেভাবে আপনি এইমাত্র করলেন। আপনার যদি এরকম মাইন্ডসেট থাকত তাহলে আপনি হয়ে যেতেন বিশ্বের সবচেয়ে বিত্তশালী উপস্থাপিকা। চলার পথে যতো সুযোগ আসবে, ছিনিয়ে নিতে হবে। তখনই সফল হওয়া যাবে যখন সুযোগ কাজে লাগিয়ে একশনে যেতে পারবেন। উইলিয়াম আর্থার ওযার্ড বলেন, সুযোগ হল সূর্যোদয়ের মতো। বেশি অপেক্ষা করলে হাতছাড়া হয়ে যায়।

4
$
User's avatar
@R_P_Emon posted 3 years ago

Comments

অসাধারণ, বিল গেটসের উক্তিটি অসাধারণ ছিল, কোনো কিছু সামনে পেলে হাত ছাড়তে নেই, যদি একবার ছেড়েছেন দেখবেন, আপনি নিজেকে নিয়ে চিনতিতো থাকবেন, তাই কখনো কোনো জিনিস হাত ছাড়ার নই, জীবন বড়োই অদ্ভুত একবার ছেড়ে গেলে তা বার বার ফিরে আসে না

$ 0.00
3 years ago

কথা সত্য।কিন্তু এরকম সিচুয়েশনে কি নিবে বিল গেটস থেকে টাকা।তাও আবার সবার সামনে।

$ 0.00
3 years ago

Another good cafe is Mermaid cafe, which is a popular expat cafe by the beach. I saw more foreigners at these two cafes than in all of a week of travel in Bangladesh. My guess that most of the foreigners were working here, perhaps involved in the nearby refugee camps. I also saw the same three British guys walking along the beach at sunset every night.

$ 0.00
3 years ago

পাসপোর্ট অফিস থেকে ঘুরে এসে আম্মারে কইলাম, "আম্মা? NID কার্ডে বৈবাহিক অবস্থার ঘর ফাঁকা থাকলে পাসপোর্ট হবে না। এখন আমি কি করমু?"

আমার স্বল্প-শিক্ষিত মা বলতাছে, "তাইলে কোনো একটা নাম লিখে দাও। বিয়ের পর বউমার এই নতুন নামে আকিকা দিয়ে দিবো নি।"

বিয়ে করার শেষ ফন্দিটাও মাঠে মারা গেলো!

©সাখাওয়াত

$ 0.00
3 years ago

Lts naco

$ 0.00
3 years ago